Saturday, May 18, 2024

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ ৯২ হাজার

- Advertisement -

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৩৮৩ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৯২ হাজার ৪৭ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ২২ লাখ ৮০ হাজার ৬৬৮ জন।

শনিবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ৫৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি এক লাখ ৮৩ হাজার ৩২৯ জন।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১১ লাখ ৯১ হাজার ৮৬৪ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৮ লাখ ৫২ হাজার ১৭৪ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৮ লাখ ৭১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৬২ হাজার ৯৪৮ জনের। তবে ৯৬ লাখ ৭১ হাজার ৪১০ জন সুস্থ হয়েছেন।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ১ হাজার ১৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৮ হাজার ২৮৫ জন। এরই মধ্যে ৩৮ লাখ ৮৫ হাজার ৩২১ জন সুস্থ হয়েছেন।আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৭ হাজার ৩০৪ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২৪ হাজার ২৬১ জন। আর সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত