Sunday, May 19, 2024

বাঘারপাড়ার টিটো হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

- Advertisement -

যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নিহত বেতালপাড়ার তরুণলীগ নেতা খালেদুর রহমান টিটো হত্যা মামলার সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে নিহত টিটোর চাচা ইন্তাজ মোল্লা বলেন, মামলার আসামিরা জেলে বসে তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা বাদী বদরুদ্দীনকে মামলার তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। এছাড়া, নিহতের পরিবারের লোকজনকে একের পর এক হুমকি প্রদান করা হচ্ছে। বর্তমানে নিহত টিটোর স্ত্রী তার সদ্যভূমিষ্ট সন্তানসহ দু’ছেলেকে নিয়ে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছে।তিনি দাবি করেন, উপজেলা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর মদদে তার ভাই নুর মোহাম্মদ ও পোষ্য ক্যাডারবাহিনী আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট টিটোকে ভোটের আগের দিন ৯ ডিসেম্বর সন্ধ্যায় জনসম্মুখে হত্যা করে। মামলায় ১৭ আসামির নামউল্লেখসহ আরও ২৫ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়। যেখানে ১৩ জন জেলে আছেন। বাকি আসামিদেরও গ্রেফতার করার আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত খালেদুর রহমান টিটোর সহধর্মিণী রোশনা আরা, পিতা মুন্তাজ মোল্লা, ভাই মনিরুজ্জামান মনু, মেজো চাচা চাঁন মিয়া ও প্রতিবেশী আবুল কালাম আজাদ প্রমুখ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত