Friday, May 17, 2024

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, আরো দুই জেলায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস

- Advertisement -

দেশের অন্তত তিন জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে। সোমবার রাতে আবহাওয়া অফিস এ তথ্য জানায়। জেলাগুলো হলো নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার।পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এ সময় সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা আরো কমতে পারে। এর আগে সোমবার জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, কয়েকদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে। এ দিকে শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদের বেশির ভাগই শিশু ও বয়স্ক।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত