Sunday, May 19, 2024

মণিরামপুর পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি মেয়র প্রার্থী ইকবালের সংশয়

- Advertisement -

যশোরের মণিরামপুর পৌরসভার নির্বাচন নিয়ে বিএনপি দলীয় মেয়র প্রার্থী শহীদ মো.ইকবাল হোসেন সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন সংশয়ে রয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য ১২টি ভোট কেন্দ্রের জন্য ১২ জন ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিব ও পুলিশি টহল প্রয়োজন বলে জানান তিনি। বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান ইকবাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র কাজী মাহমুদুল হাসান ও তার ছেলে শুভর  উস্কানিতে তার কর্মীদের ওপর একের পর এক হামলা মারপিট অব্যাহত রেখেছে। নৌকার প্রার্থী আচরণ বিধির তোয়াক্কা না করেই প্রতিদিন শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। এমনকি শহীদ ইকবালকে হত্যার চেষ্টা করলে প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় তুলসি বসুর দোকানে আশ্রয় নেন বলে দাবি করেন। সাবেক এই মেয়র দাবি করেন, বিএনপি সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়াসহ, তার ছোট ভাই নিস্তার ফারুক, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, থানা বিএনপির নেতা আসাদুজ্জামান মিন্টুসহ একাধিক নেতাকে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি দেয়াসহ প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদ ইকবাল বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় অনিবার্য। আগামী ৩০ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু করতে তিনি পৌরবাসীসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল হাই ও যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত