Wednesday, May 15, 2024

যশোরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের উষ্ণতা পৌছে দিতে চাই ‘হাসিমুখ’

- Advertisement -

যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন  “হাসি-মুখ” সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দিতে চাই শীতের উষ্ণতা। প্রথম পর্যায় তারা ২শ’ জন শীতার্ত  মানুষের পাশে দাঁড়াবেন।  যশোরের বিভিন্ন অঞ্চল ঘুরে অসহায়দের হাতে শীত বস্ত্র তুলে দেবেন। এ কার্যক্রম তারা শুক্রবার থেকে শুরু করবেন বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, শীত আমাদের অনেকেরই প্রিয় ঋতু ।গায়ে জ্যাকেট বা চাদর জড়িয়ে কিংবা কম্বল মুড়ি দিয়ে শীত উপভোগ করি আমরা। কফির গরম চুমুক ঠোঁটে লাগিয়ে এবং বারবিকিউ পার্টি করে স্ট্যাটাস দেই ফিলিং কুল। শীত আমাদের স্পর্শ না করলেও, রাস্তার পাশে,কিংবা গ্রামের কুঁড়েঘরে থাকা কিংবা রেলস্টেশনে আশ্রয়হীন মানুষ গুলোকে ঠিকই স্পর্শ করে। গ্রীষ্ম, বর্ষা যে কাপড়ে কাটে শীতকালও তাদের সেই কাপড়েই কাটাতে হয়। শীত থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় ফুটপাত, ওভারব্রিজের নিচে, ডাস্টবিনের পিছনে, রেল স্টেশনে কিংবা বাসস্টান্ডে। আবার কখনো কখনো রাস্তার পাশের ময়লার স্তূপে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালায় তারা। শীতের প্রতিটা রাত তাদের কাছে মৃত্যু যন্ত্রণার মত। তাই হাসিমুখের সদস্যরা  শুধুমাএ শীত উপভোগে ব্যস্ত না থেকে, শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা পৌছে দিতে অঙ্গীকার বদ্ধ হয়েছেন । তারা আরো বলেন, আসুন আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নিজের বাতিল হওয়া বস্ত্রটি আলমারিতে উঠিয়ে না রেখে ওদেরকে দেয়। একই সাথে হাসি মুখের এ উদ্যোগে যে যার স্থান থেকে সামর্থ  অনুযায়ী অনুদান পাঠিয়ে শীতার্ত  মানুষের কল্যাণে অংশ নেয়ার  আহবান জানান হাসি মুখের নেতৃবৃন্দ।

যেকোনো প্রয়োজনেঃ 01933224631

অনুদান পাঠানোর ঠিকানাঃ বিকাশ-01933224631 (personal) রকেট-019075075894 নগদ- 01770070068 ব্যাংক হিসাব ডাচ বাংলা ব্যাংক Farhan Kashem Ayon A/C no: 1081050056838

প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত