Wednesday, May 15, 2024

ভেকুটিয়ায় গৃহবধূ খুনের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জনের নামে মামলা, আটক ১

যশোরের বালিয়া ভেকুটিয়ায় গৃহবধূ বেনোয়ারা বেগম (৫০) হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। নিহত গৃহবধূর ছেলে বিপুল হোসেনের দেয়া মামলায় আসামিরা হচ্ছে, একই গ্রামের মৃত ইসারত বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস, সেলিম বিশ্বাসের স্ত্রী আবেদা বেগম ও মৃত ইসারত বিশ্বাসের স্ত্রী ছবিরন বেগম। এদের মধ্যে ছবিরন বেগমকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানায় দেয়া মামলায় বলা হয়েছে, বাশারতের স্ত্রী বেনোয়ারা বেগমের সাাথে আসামিদের সাথে পূর্ব শত্রুতা ও মনমালিন্য চলে আসছিল। ১১ জানুয়ারি রাত ১০ টায় বাশারতের শ্যালক আশিকুল ইসলাম আসামিদের পরিত্যক্ত জমিতে ব্যবহৃত টিস্যু ফেলে। এ নিয়ে আসামিরা আশিকুলকে গালিগালাজ করার এক পর্যায়ে মারপিটের জন্য হামলা করে। এসময় বেনোয়ারা বেগম প্রতিবাদ জানালে সেলিম বিশ্বাস ও তার মা ছবিরন বেগম বেনোয়ারা বেগমের হাত ধরে রাখে। আবেদা ইট নিয়ে তার মাথায় আঘাত করে। এতে বেনোয়ারা বেগম গুরুতর আহত হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত