Friday, May 17, 2024

চুয়াডাঙ্গায় বাঁশঝাড়ে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ!

- Advertisement -

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেড় কেজি ওজনের বারগুলোর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

মঙ্গলবার বিকেলে উপজেলার চাকুলিয়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।বিজিবি চুয়াডাঙ্গা-৬ জানায়, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মাঠ দিয়ে স্বর্ণের বড় একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের তত্ত্বাবধানে ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শহিদুর রহমান ও নায়েব সুবেদার মো. আঙ্গুর ভূইয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা বিকেল সাড়ে ৩ টার দিকে চাকুলিয়া গ্রামের পার্শ্ববর্তী ওই মাঠে অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা ওই মাঠের একটি বাঁশবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করেন। ওই প্যাকেট থেকে ৯০ ভরি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত