Wednesday, May 15, 2024

অকালেই চলে গেলেন সাংবাদিক লতা

- Advertisement -

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাজের কথা পত্রিকার চুড়ামনকাটি প্রতিনিধি সাংবাদিক মাসুদুজ্জামান লতা (৫২) আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। লতা  ছাতিয়ানতলা গ্রামের সরদারপাড়ার মোশারেফ হোসেন মন্টুর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, তিনভাই ও ১ বোনসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার দুপুরে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ইউনিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। সাংবাদিক লতার মৃত্যুর খবরে তার বাড়িতে যান চুড়ামনকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও সমাজের কথা পরিবারের সদস্যরা। সাংবাদিক লতার ছোট ভাই মনিরুজ্জামান মিঠু জানান, তার ভাই মাসুদুজ্জামান লতা সোমবার সকালে গুরুতর অসুস্থ হওয়ায় ইউনিক হসপিটালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বেলা ১১ টায় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে লতার জানাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে, সাংবাদিক লতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক সমাজের কথা পত্রিকার  সম্পাদক ও প্রকাশক যশোরের কেশবপুর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, গ্রামের কাগজের  সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, প্রবীন সাংবাদিক অধ্যাপক মসিউল আযম, জেলা মুক্তিযোদ্ধা সংহতির সভাপতি আমিরুল ইসলাম রন্টু, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন দফাদার, সমাজের কথা বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন,  রাতদিন নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম, সমাজের কথার  প্রধান প্রতিবেদক তবিবর রহমান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলার শাখার সভাপতি মনিরুজ্জামান মুনির, চুড়ামনকাটি প্রেসক্লাবে সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি হেদায়েত খান, ওয়াহিদুজ্জামান মিলন, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহিদুর রহমান শহিদ প্রমুখ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত