Wednesday, May 15, 2024

যশোরে মুজিববর্ষ উপলক্ষে সেনানিবাসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

- Advertisement -

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার যশোর সেনানিবাসে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতা শেষে ওসমানী স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। প্রতিযোগিতায় তিন শতাধিক সেনা সদস্য অংশ নেন। স্বাধীনতা স্মরণী গেইট থেকে শুরু হওয়া ম্যারাথন দৌড় সেনানিবাসের মধ্যে পাঁচ কিলোমিটার প্রদক্ষিণ করে ওসমানী স্টেডিয়ামে এসে শেষ হয়।প্রতিযোগিতায় বিজয়ী সেনাবাহিনীর পাঁচ কর্মকর্তা ও ২০ সেনা সদস্যকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ক্যাপ্টেন মঞ্জুর, দ্বিতীয় হয়েছেন মেজর ইমরান, তৃতীয় হয়েছেন ক্যাপ্টেন রাকিব, চতুর্থ হয়েছেন ক্যাপ্টেন হারুন ও পঞ্চম স্থান অধিকার করেছেন লেফটেন্যান্ট ইফতেখার।সেনা সদস্যদের মধ্যে শীর্ষ ২০ জন হচ্ছেন, সৈনিক জাহিদ, এনামুল, নাহিদ, হাবুল, এবাদুল, জাহাঙ্গীর, নোমান, আব্দুল বারিক, সোলায়মান, আলিম, সাদ্দাম, নাজমুল, রব্বানী, নাইম, আলাউদ্দিন, ফেরদৌস, মিঠু, বকুল, আলাউদ্দিন ও মাসুদ। আয়োজকরা জানিয়েছে, আগামীতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় ১০ হাজার সেনাসদস্যের পাশাপাশি ৭০ হাজার বেসামরিক লোক অংশ নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত