Wednesday, May 15, 2024

বাঘারপাড়ায় চাকরির নামে ভারতে পাচার মামলায় দুইজন রিমান্ডে

- Advertisement -

যশোরের বাঘারপাড়ার একটি মানব পাচার মামলায় আটক ২ ভাই-বোনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসমিরা হলো যশোর সদরের কাজীপুর গ্রামের শহীদ বাবুর ছেলে মিঠু ও মেয়ে নাসরিন। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, আসামি মিঠু বাঘারপাড়ার আলাদীপুরের ইয়াসিন হোসেনের মেয়ে আদুরী খাতুনকে বিদেশে চাকরি দেয়ার প্রলোভন দেখায়। তার কথায় রাজি হয়ে তিনি বিদেশে যেতে প্রস্তুতি গ্রহন করেন। এরপর আসামির কথামত তিনি যশোর বাসস্টান্ডে আসেন । যশোর বাস্টান্ডে এসে তিনি ঝিনাইদাহ মহেশপুরের কোহিনুর বেগম, পটুয়াখালি বড়বিঘার ফাতেমা, বরগুনা সদরের তানিয়া আক্তারসহ ১০ জনকে দেখতে পান যাদের মিঠু বিদেশে নিয়ে যাবে। মিঠু তাদের বেনাপোলে নিয়ে যায়। বেনাপোলে মিঠুর সাথে আরও কয়েকজন জড়ো হয়। তাদের সিএনজিতে করে নিয়ে যাওয়ার সময় তিনি পোস্টারের মমতার ছবি দেখে বুঝতে পারেন তারা ভারতের মধ্যে চলে এসেছেন। পরে তাদের দালালের মাধ্যমে হায়দারাবাদ পাঠিয়ে দেয়। পরে তিনি পালিয়ে পুলিশের সহযোগীতায় তার সাথে যাওয়ায় কয়েকজনকে উদ্ধার করে। একটি সেফহোমে থাকারপর গত ২৫ নভেম্বর তিনিসহ অন্যরা দেশে ফিরে আসেন। এব্যাপারে তিনি গত ২৩ ডিসেম্বর ৮ জনের নামউল্লেখসহ অপরিচিত কয়েকজনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে আটক ও ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত