Wednesday, May 15, 2024

আরবপুরে বালির ট্রাকের ড্রাইভারের কাছে চাঁদা দাবি

- Advertisement -

যশোর শহরতলী আরবপুর দিঘীর পাড় এলাকায় বালির ট্রাকে চাঁদা দাবি, ট্রাক চালক ও হেরপারকে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় রোববার (১০ জানুয়ারি) রাতে মামলা হয়েছে। মামলায় শহরতলী আরবপুর দিঘীরপাড়া রেললাইনের পাশের আইয়ূব হোসেনের ছেলে মামুনসহ অজ্ঞাতনামা ২ জনকে আসামী করা হয়েছে।
ঝিনাইদহ জেলার সদর উপজেলার কাঞ্চননগর গ্রামের মৃত বাবর আলীর ছেলে শের আলী বাদি হয়ে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, তিনি (ঢাকা মেট্টো ট-১৮-৫০৬৯) ট্রাকের চালক। রোববার (১০ জানুয়ারি) দুপুরে দিনাজপুর কারেন্টের হাট থেকে ৫ শ সেপ্টি বালি বোঝাই করে যশোর আসি। আরবপুর দিঘীরপাড় খায়রুল বাশারের বাড়ি নির্মাণ কাজের জন্য বালি আনলোড করি। বালি আনলোড করার আগে মামুনসহ অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসীরা খায়রুল বাশারকে গালিগালাজ করে। বালি ফেলতে হলে তাকে ১৫শ’ টাকা চাঁদা দিতে হবে হুমকী দেয়। এক পর্যায় খায়রুল বাশার মামুনের ভয়ে ৫শ’ টাকা চাঁদা স্বরুপ দেয়। পরবর্তীতে ট্রাকের চালক শের আলী বালি ফেলে বিকেল ৫ টায় আরবপুর দিঘীরপাড়া মেন্টর স্কুলের সামনে মেইন রোডে উঠার সাথে সাথে একটি লাল রঙের মোটর সাইকেলে এসে দু’জন ট্রাকের সামনে মোটর সাইকেল আড় করে ট্রাকের গতিরোধ করে। ট্রাকের চালক শের আলীকে চাকু ঠেকিয়ে ৫ হাজার টাকা চাঁদাদাবি করে তার কাছ থেকে মোবাইল ফোন ও ট্রাকের চাবি কেড়ে নেয়। এ সময় চাঁদাবাজরা চালক ও হেলপার রাব্বিকে মারপিট করে। অবস্থা খারাপ দেখে চালক ও হেলপার দ্রুত ট্রাকের বাম দরজা দিয়ে কৌশলে দৌড়ে আরবপুরের দিকে চলে যায়। পরে রাস্তায় টহল পুলিশ পেয়ে তাদের বিস্তারিত ঘটনা জানিয়ে বিকেলে ঘটনা স্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ মামুন ও তার সহযোগীরা মোটর সাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ মামুনের ফেলে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত