Saturday, May 18, 2024

ঝিকরগাছায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- Advertisement -

যশোরের ঝিকরগাছায় ২০২১সনকে স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়নে আলোচনা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর গ্রামের মৃধা এগ্রো ফার্ম লিমিটেডে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস’র আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে সকল পর্যায়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আর সরকারের নির্দেশে উপজেলা শিক্ষা অফিসারও তাদের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করা হচ্ছে।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দরকার সোনার সন্তানদের। আর সেই সোনার সন্তানদের তৈরি করছেন এই শিক্ষকরাই। শিক্ষকদের সম্মান সবার উদ্ধে। সম্মানকে বাস্তবের রূপ দিয়ে শিক্ষার মান আরো উন্নত করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী আফরোজা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাসউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা ব্যনবেইজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, নাভারণ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মৃধা, উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রধান ও সহকারী প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

আফজাল হোসেন চাঁদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত