Saturday, May 18, 2024

যশোর ক্যান্টনমেন্ট কলেজের প্রাত্তন শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

- Advertisement -

যশোর ক্যান্টনমেন্ট কলেজের ১৯৯৪ সালের এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ‘ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন-৯৪’ ব্যাচ এর আয়োজনে  শহরের কালেক্টরেট স্কুলের সভাকক্ষে তিনশতাধিক অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন প্রাত্তন শিক্ষার্থী যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সৈকত শাহারিয়া (বাংলা), সৈয়েদা রেশমা পারভিন (বায়োলজী), নেছার আহম্মেদ ফারুক(ভূগোল)। তাবাচ্ছুম তাহেরা মৌসুমির সঞ্চালনায় ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, মোহাম্মদ কবীর উদ্দীন আহম্মেদ শিমুল, অ্যাডভোকেট শাহারিয়ার হক রিফাত, হাবিবুর রহমান লেন্টু, দৈনিক স্পন্দনের চীফ রিপোর্টার কাজী আশরাফুল আজাদ প্রমুখ। এদিকে, কম্বল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট কলেজের প্রাত্তন ছাত্রছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়। এসময় তারা ভবিষ্যতেও এ ধরণের কর্মকান্ড অব্যহত রাখার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত