Saturday, May 11, 2024

মুজিব বর্ষ উপলক্ষে লোহাগড়ায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই বিতরণ

- Advertisement -

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:“বঙ্গবন্ধুকে জানবো ,বাংলাদেশ গড়বো” এই প্রতিবাদ্যকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে লোহাগড়ায় মুন্সী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরী আয়োজিত ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই বিতরন অনুষ্ঠান করা হয়।
লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের লেঃ মতিউর রহমান অডিটোরিয়াম হলরুমে গত শনিবার দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহর(অবঃ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আঃ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অধক্ষ্য মোঃ আকবর হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি আঃ ছালাম খাঁন, লোহাগড়া উপজেলা আ‘লীগের সহ-সভাপতি মোঃ ফয়জুল হক রোম, লোহাগড়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভুইয়া, শিক্ষক সৈয়দ সামছুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান। পরে ৬০ জন প্রতিযোগতিায় ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসামপ্ত আত্মজীবনী বই বিতরন করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত