Saturday, May 18, 2024

যশোরে মিরাজ হত্যা মামলায় ভাই ইরান রিমান্ডে

যশোরে মিরাজ হত্যা মামলায় তার ভাই ইয়াছিন জমাদ্দার ইরানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন। আসামি ইয়াছিন জমাদ্দার ইরান যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার মানিক জমাদ্দারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, তুচ্ছ ঘটনায় এবং পারিবারিক কলহের জের ধরে গত ১৩ নভেম্বর দুপুরে যশোর শহরের ঢাকা রোড বাবলাতলায় ছোট ভাই ইয়াছিন জমাদ্দারের ছুরিকাঘাতে তারই বড় ভাই মিরাজ জমাদ্দার খুন হন। এই ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদী হয়ে দেবর ইয়াছিনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
এদিকে এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল ছোট ভাই ইরান। এক পর্যায় গত রোববার আদালতে আত্মসমর্পণ করে ইয়াছিন জমাদ্দার ইরান। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত