Saturday, May 18, 2024

বিজয় দিবসে যশোরের কারাবন্দিরা পেলো বিশেষ খাবার

নানা আয়োজনের মধ্যদিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে বিজয় দিবস উৎযাপন করা হয়েছে।কারা প্রাঙ্গনে আলোক সজ্জা, সকালে জাতীয় পতাকা উত্তোলন, বন্দিদের বিশেষ খাবার পরিবেশন ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার মধ্যদিয়ে পালিত হয়েছে এবারের বিজয় দিবস। বন্দিদের বিশেষ খাবারের মধ্যে ছিলো সকালে পায়েশ, মুড়ি। দুপুরে পোলাও, গরুর মাংশ, খাসির মাংশ, ডিম, সালাত, মিষ্টি ও কোল্ড ড্রিংস। এছাড়া রাতে বন্দিদের নির্ধারিত খাবারের পরিমান দ্বিগুন করে সাথে রুই মাছ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান। তিনি আরো জানান, একদিকে করোনার প্রভাব অপরদিকে ১৫ ডিসেম্বর তাদের একজন কারারক্ষীর অকাল মৃত্যু হওয়ায় এবারের বিজয় দিবসের আয়োজন স্বল্প পরিসরে করা হয়েছে।
কারাসূত্র জানায়, দুপুরে বিশেষ খাবার পরিবেশনের সময় খুলনা কারা উপ মহা পরিদর্শক টিপু সুলতান বেসরকারি কারা পরিদর্শক ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি জেলার শেখ মোহাম্মদ রাসেল, আছমা আক্তার পাপিয়া, রিক্তা খাতুন, তৌহিদুল ইসলাম, আফরোজা খানম সহ উর্দ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত