Saturday, May 18, 2024

অভয়নগরের হত্যা মামলার আসামি আটক, অস্ত্রগুলি উদ্ধার

- Advertisement -

অভয়নগরের শুভরাড়া গ্রামে আল-মামুন আকুঞ্জি হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ। একই সাথে এক চরমপন্থি হন্তারককে আটকসহ অস্ত্রগুলি উদ্ধার করেছে। এলাকায় আধিপত্য দ্বন্দ্বে চরমপন্থি সন্ত্রাসী চক্র এ হত্যাকান্ড ঘটায়। এ ঘটনায় উদ্ধার ও আটক অভিযান নিয়ে ১৬ ডিসেম্বর পুলিশি সাফল্য তুলে ধরে প্রেস ব্রিফিং করেছেন পুুলিশ সুপার। ব্রিফিংয়ে তথ্য দেয়া হয়েছে, গত ১৭ অক্টোবর বিকেলে অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে আল-মামুন আকুঞ্জিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের মা রাবেয়া বেগম অভয়নগর থানায় মামলা করেন, যার নাম্বার ১৮।ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম অভয়নগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাকে আসামি আটক ও অস্ত্রগুলি উদ্ধারের জন্য কঠোর নির্দেশনা দেন। এরপর অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাইজুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অভয়নগর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। গোপন খবরে ১৫ ডিসেম্বর ব্রাম্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী “নিউ পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির” সক্রিয় সদস্য রিপন ফকিরকে (৩৬) আটক করা হয়। সে শুভরাড়া গ্রামের মৃত আব্দুল গফুর ফকিরের ছেলে। তার দেখানো স্থান শুভরাড়ার সাকিনের পানের বরজ থেকে দুটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড রাইফেলের গুলি ও ৪টি ককটেল উদ্ধার হয়। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় এলাকায় আধিপত্য বিস্তার ও পারিবারিক কলহের জের ধরে আল-মামুন আকুঞ্জিকে গুলি করে হত্যা করে বলে স্বীকার করে চরমপন্থি সদস্য রিপন ফকির। আটক রিপন ফকিরের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ একাধিক হত্যা মামলা রয়েছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত