Saturday, May 18, 2024

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মোবাইল ফোন: গ্রামের কাগজ সম্পাদক

- Advertisement -

মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ারদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হলো যশোরের সংগঠন যশোর মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।

বুধবার কমিটি গঠনের পর প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন যশোর বড় বজার ব্যবসায়ী সমিতির সভাপতি,যশোর সিটি ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ হোসেন বাবু ও যশোর ইলেকট্রিক সমিতির সাধারণ সম্পাদক এস.এম লুৎফর রহমান। এছাড়া ও ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন বাংলাদেশ মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল গনি পাটোয়ারী ও মহা সচিব মোহাম্মদ ফয়েজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গ্রামের কাগজ সম্পাদক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মোবাইল ফোন একটি অপরিহার্য মাধ্যম। এই গুরুত্বপূর্ণ ডিভাইস ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, আর্থ সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত সেবার মধ্য দিয়ে করোনাকালীন শিক্ষাখাতেও যুগান্তকারী ভূমিকা রেখেছে। যুব সমাজকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে বেকার সমস্যা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখছে এই সেক্টর। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যশোরের নেতাদের মোবাইলে ফোন সার্ভিসিং ইঞ্জিনিয়ারদের প্রতি সুদৃষ্টি কামনা ও একই সাথে নবগঠিত কমিটিকে দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজম হোসেনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহসভাপতি শাহিদুর রহমান ও শুভেন্দু দাস মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক প্রিন্স জাবেদ, কোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক লিটন আহম্মেদ হৃদয় প্রমুখ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত