Friday, May 17, 2024

সাংবাদিককের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা সাদ গ্রেফত

- Advertisement -

কুষ্টিয়া প্রতিনিধি :জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিককের ওপর হামলার ঘটনায় তিনি প্রধান অভিযুক্ত। আজ সকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয় । কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  সাংবাদিকের ওপর হামলাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সাবেক এই ছাত্রনেতার বিরুদ্ধে  ।

৪ ডিসেম্বর রাতে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙে দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে  ৫ ডিসেম্বর কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এক পর্যায়ে শহরে ভাঙচুর করা হয়।

ঐ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার ও ক্যামেরাপারসন হারুন অর রশিদের ওপর হামলা চালানো হয়। ৬ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় দেবেশ বাদী হয়ে সাদ আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন। এরপর থেকেই সাদ আত্মগোপনে ছিলেন। সর্বশেষ আজ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত