Sunday, May 12, 2024

লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল কারাগারে

- Advertisement -

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় দণ্ডপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল আদালতে আত্মসমর্পণ করেছেন। স্পেশাল ট্রাইব্যুনাল জজ (জেলা জজ) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মুহাম্মদ সামছুল হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোস্তফা কামাল মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে। এর আগে গত ১২ নভেম্বর একই আদালত তাকে এক বছর দু’ মাসের সশ্রম কারাদণ্ড ও দু’হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসাথে আত্মসাৎ করা ২৯ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।মামলার অভিযোগে জানা গেছে,কর্মসৃজন প্রকল্পের অধীনে ২০০৮ সালে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা ভাঙার মাথা থেকে আবু তালেবের বাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরু হয়। আটদিনের এ প্রকল্পে প্রতিদিন ৪১ জন করে তিনশ’ ২৮ জন শ্রমিককে কাজ করার কথা ছিল। প্রকল্প সভাপতি চেয়ারম্যান তিনশ’ ২৮ জন শ্রমিক কাজ করেছে বলে হিসেব দেন। কিন্তু মাত্র একশ’ ১৪ জন শ্রমিক কাজ করে বলে প্রমাণ মেলে। প্রকল্প সভাপতি দুর্নীতির মাধ্যমে ২৯ হাজার পাঁচশ’ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের বাদী হয়ে দুর্নীতি দমন আইনে লোহাগড়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী চেয়ারম্যান মোস্তফা কামালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত