Friday, May 17, 2024

যশোরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

- Advertisement -

যশোরে সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বকুল তলার বঙ্গবন্ধুর ম্যুরাল ও দড়াটানা ভৈরব চত্বর এলাকায় মানববন্ধন হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে এ আয়োজন করা হয়।বক্তারা বলেন,এটা আমাদের গর্বের বিষয় যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত এত বড় মাপের একজন নেতা পেয়েছিলাম। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা,স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু। তিনি আমাদের জাতির জনক। পৃথিবীর প্রায় সব দেশ তাদের জাতির জনকের প্রতি দেশপ্রেম এবং আদর্শের সাথে পূর্ণ সম্মান প্রদর্শন করে।হাজার হাজার বছর ধরে চলা পরাধীন বাংলাকে স্বাধীন সার্বভৌমত্ত্ব এবং স্বাধীন ভূ-খন্ড উপহার দিয়েছেন বঙ্গবন্ধু। সেই মহান নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করে ভুল বুঝাচ্ছেন কিছু লোক । এদের সংখ্যা কমও নয়, যারা ভুলের মধ্যে ডুবে আছে! দেশের স্বার্থে এদের প্রতিহত করতে এবং জাতির জনকের পূর্ণ মর্যাদা অক্ষুন্ন রাখতে সকলকে সদা সর্বদা সচেষ্ট থেকে কাজ করতে হবে।জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিষ ডিকস্তা প্রমুখ।মানববন্ধনে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, সিভিল সার্জন অীপস, পুলিশ সুপারের কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিল্পকলা একাডেমি, জেলা পরিসংখ্যান অপিস, শিশু একােেডমি, প্রাথমিক শিক্ষা অফিস, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী বিদ্যুৎ সমিতি ১, বিসিক, পল্লী উন্নয়ন বোর্ড, কৃষি উন্নয়ন কর্পোারেশন, বিটিসিএল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা ক্রীড়া অফিস, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,প্রাণি সম্পদ অফিস, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, যশোর বালিকা বিদ্যালয়, এমএসটিপি স্কুল এন্ড কলেজ, শংকর পুর মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টরেট স্কুল, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা, যশোর পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠান সংহতি প্রকাশ করে অংম নেয়।প্রসঙ্গত একই সময় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যবৃন্দ।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত