Friday, May 17, 2024

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যবিপ্রবিশিস এর মানববন্ধন

- Advertisement -

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবিশিস)। বুধবার বিকেলে যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে যবিপ্রবিশিস এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি অধ্যাপক ডক্টর সাইবুর রহমান মোল্লা, ডিনস কমিটির আহ্বায়ক ডক্টর নাসিম রেজা, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব কুমার বিশ্বাস, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর কেএম দেলোয়ার হোসেন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর সুব্রত মন্ডল, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ডক্টর নাজমুল হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ডক্টর সেলিনা আক্তার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডক্টর মীর মোশাররফ হোসেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত