Friday, May 17, 2024

নড়াইলে অসংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে কর্মশালা অনুষ্ঠিত

আজম খাঁন,ঘারপাড়া(যশোর):এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের আয়োজনে নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বাবর আলী মোল্যার সভাপতিত্বে রবিবার অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী ও স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম আলী খাঁন। বক্তব্য রাখেন যথাক্রমে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের হেল্থ কেয়ার ডাটা সুপারভাইজার মোফাজ্জেল হোসেন লিমন, ইনফর্মেশন এনালিষ্ট জিয়াউর রহমান, উপজেলা সুপারভাইজার মঈনুল ইসলাম, সহকারী শিক্ষক তসলিমা নাসরিন, অমর বাগচী, বায়েজিদ ও আব্দুল আজিজ। কর্মশালার সেশন পরিচালনা প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন মোফাজ্জেল হোসেন লিমন। সর্বশেষে সভাপতি সাহেব আয়োজক সংস্থার কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং অংশগ্রহনকারীদেরকে শুভেচ্ছা জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত