Saturday, May 18, 2024

নওয়াপাড়ার গেপালপুরে হত্যাচেষ্টার অভিযোগে ছয়জনসহ অজ্ঞাতদের নামে মামলা

- Advertisement -

যশোরের নওয়াপাড়া ইউনিয়নের ছোট গোপালপুরের মৃত ইজ্জত আলীর ছেলে আলমগীর হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই আব্দুল হাকিম মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, শেখহাটি গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে হারুন, মৃত রহিম বিশ্বাসের ছেলে আনিছুর রহমান, মৃত গফুর বিশ্বাসের ছেলে মাহাবুর, মহিদুল ইসলামের ছেলে জাহিদ, ছোট গোপালপুর গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে মিলন, উপশহরের শাহিদুলের ছেলে জিসানসহ অজ্ঞাত আরো তিন-চারজন। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন কোতোয়ালি থানাকে এজহার হিসেবে গ্রহনের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন , পূর্বশত্রুতা ও ছোট বাচ্ছাদের মারামারি জের ধরে ১৩ নভেম্বর বাদী ও বিবাদীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিবাদীরা গাছি দা, রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাহাবুর ও আনিছুর বাদীর ভাই আলমগীর হোসেনকে জাপটে ধরে এবং হারুন গাছি দা দিয়ে খুন করার উদ্দেশ্যে আলমগীর হোসেনের মাথার ডান পাশে কোপ মেরে জখম করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। ঠেকানোর চেষ্টা করলে তিন থেকে ছয় নাম্বার বিবাদী বাদীর বোন সেলিনা ও স্ত্রী জানু বেগমকে মারপিট করে ও শারীরিকভাবে লাঞ্চিত করে। এছাড়া ছয় নাম্বার বিবাদী জিসান সেলিনার গলায় থাকা সাত আনা ওজনের ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সবাইবে হত্যার হুমকি দিয়ে বিবাদীরা পালিয়ে যায়।

রাতদিন নিউজ:

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত