Saturday, May 18, 2024

ঝিকরগাছায় নিরাপদ পানি স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

- Advertisement -

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে নিরাপদ পানি স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার সময় ব্যুরো বাংলাদেশ যশোর অঞ্চলের ঝিকরগাছা শাখার আয়োজনে, এনহ্যান্সড ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অন ওয়াটার ক্রেডিট প্রকল্পের আওতায়, নিরাপদ পানি ও স্যানিটেশনের উপকারভোগী সদস্যদের অংশগ্রহণে, নিরাপদ পানি স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।অনুষ্ঠানে ব্যুরো বাংলাদেশ যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি (সার্বিক) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সভাপতি আরাফাত রহমান, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ব্যুরো বাংলাদেশ যশোর অঞ্চলের এলাকা ব্যবস্থাপক কমল চক্রবর্তী, শাখা ব্যবস্থাপক হুমায়ূন কবির, ওয়াটার কেডিট প্রোগ্রামের ট্রেনার হেলথ এন্ড হাইজিন আশরাফুল ইসলাম প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত