Wednesday, May 15, 2024

বাগেরহাট জেলা করোনামুক্ত: সিভিল সার্জন

- Advertisement -

বাগেরহাট জেলা এই মুহূর্তে করোনাভাইরাস মুক্ত বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেছেন, ‘মঙ্গলবার (১৬ নভেম্বর) পর্যন্ত বাগেরহাট জেলা করোনামুক্ত। সবশেষ যারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন তাদের সবাই সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সোমবার পর্যন্ত বাগেরহাট জেলায় মোট এক হাজার ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় ২৬ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৯৮৭ জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।জেলাকে করোনামুক্ত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির।সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে। এছাড়া, কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৮৩ জন বা ৭৬ দশমিক ৯৬ শতাংশ এবং নারী এক হাজার ৪৩২ জন বা ২৩ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮২ শতাংশ।

অনলাইন ডেস্ক:

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত