Monday, May 20, 2024

টিউবওয়েলের পানিপাণ করে মহিলাসহ চার শ্রমিক অসুস্থ হওয়ায়, ঘটনাস্থল পরিদর্শন প্রকৌশলীর

- Advertisement -

ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামে টিউবওয়েলের পানিপাণ করে মহিলাসহ চার শ্রমিক অসুস্থ হওয়ায় প্রকাশিত সংবাদের জেরে ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার। এসময় তিনি বলেন, এ কেমন শত্রুতা ! সবাই যে পানি খেয়ে জীবন যাপন করে, সেই টিউবওয়েলের পানিতে বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়াটা সর্বনিম্ন মানের কাজ। আপনারা আমার নিকট একটি লিখিত অভিযোগ দেন তারপর আমি আমার উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে এলাকাবাসীর জন্য অতিদ্রুত টিউবওয়েলটি মেরামত করার ব্যবস্থা গ্রহণ করবো। এসময় তার সফর সঙ্গী ছিলেন,  ইউপি সদস্য নুর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহায়ক আব্দুস সালাম, নলকূপ ম্যাকানিক তুলি খাতুন, আব্দুল গফুর, গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ সহ আরো অনেকে। উল্লেখ্য, সম্প্রতি শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে এই নাশকতার ঘটনাটি ঘটেছে। যার ফলে শাপলা ব্রিক্সের (ইটভাটা) শ্রমিক রাশিদা বেগম (৩০), সাবানা (২৫), সাজেদা (৩০) ও ফজলুর রহমান (৩৫) আহত হন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত