Monday, May 20, 2024

ঝিকরগাছার ২০ মামলার আসামি সন্ত্রাসী শিপন শার্শায় অস্ত্র সহ আটক

- Advertisement -

যশোরের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী  ঝিকরগাছার সিজান আহমেদ ওরফে শিপন গাজীকে (৩০) গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। শিপন গাজী ঝিকরগাছার কৃষ্ণনগর কাজীপাড়ার মৃত নাজিমউদ্দিন গাজীর ছেলে। এসময় তার কাছথেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ২৪ বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে হত্যা, অস্ত্র, মাদক সহ তার বিরুদ্ধে ২০ মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। সূত্র জানায়, গত বুধবার  রাত ৮টার দিকে শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের নজরুলের পানির ডিপ এলাকায় শিপনের মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ। এসময় শিপন মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে  পুলিশ তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি রিভলবার ও একরাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলে শপিং ব্যাগে ঝুলানো অবস্থায় ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  এ ঘটনায় শার্শা থানার এস আই সুমন কুমার বাদী হয়ে মামলা করে  শিপনসহ উদ্ধাকৃত আলামত আদালতে প্রেরণ করে । পুলিশ আরো  জানায়, জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শিপন গাজীর বিরুদ্ধে এর আগেও ঝিকরগাছা, বাঘারপাড়া,  কোতোয়ালী,  মণিরামপুর থানা সহ যশোরের বিভিন্ন থানায় হত্যা মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনের ২০ টি মামলা চলমান। জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা করে আসছেন সিজান আহমেদ ওরফে শিপন গাজী।পুলিশের মাদক বিরোধী অভিযান চললেও দীর্ঘদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন এই শীর্ষ সন্ত্রাসী।মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার এস আই মোস্তাফিজুর রহমান জানান, শিপনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো গুরুত্বপূর্ন তথ্য মিলবে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত