Monday, May 20, 2024

যশোর থেকে গরু চুরি,পালাবার কালে ঝিকরগাছা জনগনের হাতে নারী আটক

- Advertisement -

বিশেষ প্রতিনিধি: যশোর সদরের গোয়ালদাহ দক্ষিণ পাড়া এলাকায় দিন দুপুরে গরু চুরি নিয়ে যাবার সময় ঝিরকগাছা থানা এলাকায় জনগনের হাতে গরুসহ মিলি খাতুন নামে এক চোরকে আটক হয়েছে। পরে তাকে ঝিকরগাছা থানায় সোর্পদ করা হয়েছে। গরু চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মিলি খাতুন যশোরে মণিরামপুর উপজেলার পলাশি গ্রামের আসাদের স্ত্রী ও এস এম হুমায়ূনের মেয়ে।ওই গ্রামের বদিউজ্জামান পাটোয়ারীর ছেলে সেকেন্দার পাটোয়ারী মামলায় বলেছেন,তার একটি লাল রংয়ের চার বছর বয়সী গাভী রয়েছে। গত সোমবার সকাল ৬ টায় গ্রামের বাড়ির উত্তর পাশের বাঁশ বাগানে বেঁধে রেখে সেকেন্দার পাটোয়ারী বাড়িতে চলে আসে। সকাল সাড়ে ৮ টায় বাঁশ বাগানে যেয়ে দেখে বেঁধে রাখা গাভীটি নাই। পরে স্ত্রী রুমা খাতুন ও ছেলে সুমন হোসেনকে জানালে বাড়ির সকলে বিভিন্ন স্থানে গরু খুঁজতে বের হয়। এর মধ্যে ঝিকরগাছা উপজেলার দস্তপুর গ্রামের মোজাহার ডাক্তারের ছেলে জাকির হোসেন পরিচিতর সূত্রধরে ফোন করে জানান,ঝিকরগাছা থানা এলাকায় এক নারী চোরকে গরুসহ জনগন আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। উক্ত সংবাদ পেয়ে ঝিকরগাছা থানায় যেয়ে জানতে পারেন সকাল সোয়া ১০ টায় ঝিকরগাছা উপজেলার বেড়লা গ্রামস্থ এলাকা দিয়ে নারী সত্বেও টিশার্ট,জিন্স প্যান্ট ও টুপি ও মাক্স ব্যবহার করে এক নারী গরু নিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের সে সন্দেহজনকভাবে উত্তর দেওয়ায় ওই গ্রামের লোকজন গরুসহ উক্ত নারী মিলি খাতুনকে আটক করলে তার সাথে থাকা আরো অজ্ঞাতনামা ২/৩জন দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে ৬০ হাজার মূল্যের গাভী গরুসহ আটক করে। পরে ঝিকরগাছায় সংবাদ দিলে ঝিকরগাছা থানা থেকে একটি মোবাইল টিম এসে গরুসহ চোরকে হেফাজতে নেয়। কোতয়ালি মডেল থানায় গরু চুরির ব্যাপারে অভিযোগ করলে থানা থেকে এসআই হারুন অর রশীদ ঝিকরগাছা থানায় যেয়ে গরু হেফাজতে ও চোর মিলি খাতুনকে নিয়ে কোতয়ালি মডেল থানায় এসে মামলা করেন। মঙ্গলবার মিলি খাতুনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত