Sunday, May 12, 2024

আশ্বাসে নিঃশেষ হচ্ছে সাতক্ষীরা জাপা

- Advertisement -

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) রাজনীতিতে আশার বাণী কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এতে দলটি দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন অভিযোগ করেছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।অভিযোগে নেতাকর্মীরা জানান, আশার বাণীতে নেতারা সন্তুষ্ট থাকলেও কর্মীরা হয়ে পড়ছেন দলছুট। দলে এমন বিপর্যস্ত অবস্থা চলছে প্রায় এক দশক ধরে।তারা আরো জানান, অচিরেই দল গোছানো হচ্ছে, এমন আশ্বাস দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন জেলার শীর্ষ নেতারা। দলের জন্য নেতারা কোনো কাজ না করে শুধু নিজেদের পকেট ভারী করছেন। এক দশক ধরে অঙ্গ ও সহযোগী সংগঠনের আহ্বায়ক কমিটি থাকলেও পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করতে পারেননি নেতারা। ফলে আস্থাহীনতায় অনেক কর্মী দলছুট হয়ে অন্য দলে ভিড়ে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে জেলায় জাপার অবস্থান নিঃশেষ হতে বেশি দিন সময় লাগবে না।বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বর্তমানে দলীয় কোনো কার্যক্রম নেই। এর জন্য নেতারাই দায়ী। সর্বশেষ ২০১৬ সালে দলের সম্মেলন হয়। জেলাব্যাপী সেই কমিটির কোনো সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে।তবে নেতারা দাবি করছেন, দলের সাংগঠনিক কার্যক্রম না থাকলেও নেতাকর্মীরা মাঠে রয়েছেন। বর্তমানে নতুন করে দল গোছাচ্ছেন তারা।তারা জানান, সম্প্রতি ৭ উপজেলা ও ২টি পৌরসভার সম্মেলন শেষ হয়েছে। এছাড়া জেলা সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে।এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু ডেইলি বাংলাদেশকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যু ও করোনাভাইরাসের কারণে দলের কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়েছে। দলকে নতুন রূপে চাঙা করার পরিকল্পনা চলছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জেলার ৭ উপজেলা ও ২টি পৌরসভার সম্মেলন শেষ করা হয়েছে।তিনি আরো বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত পেলে দ্রুত জেলা জাতীয় পার্টির সম্মেলন করা হবে।

অনলাইন ডেস্কঃ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত