Monday, May 20, 2024

যশোরের হালসা থেকে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ছিনতাই

- Advertisement -

বিশেষ প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার হালসা এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা মোটর সাইকেলের গতিরোধ করে মারপিট ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় তিন জন নামসহ অজ্ঞাতনামা ৪/৫জনের নামে মামলা করেন। মামলায় আসামীরা হচ্ছে, ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে কামরুল,ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ কামারডাঙ্গা গ্রামের মুরাদ আলীর ছেলে মোরছালিন ও হালসা গ্রামের ইকবালের ছেলে রুম্মানসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
যশোরের ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামের মটুক বিশ্বাসের স্ত্রী রুবিয়া বেগম বাদি হয়ে সোমবার ২ নভেম্বর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি বলেছেন,কামরুলের বোনের সাথে রুবিয়া বেগমের ভাসুরের ২৩ বছর পূর্বে বিয়ে হয়। পরবর্তীতে ভাসুরের অসুস্থ্যতার কারনে তাদের মধ্যে তালাক হয়। এই বিষয় নিয়ে র্দীঘদিন তাদের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ১ নভেম্বর রোববার বেলা সাড়ে ১১ টায় রুবিয়া বেগমের স্বামী মটুক বিশ্বাস ও তার ছোট ভাই রন্টু বিশ্বাসের স্ত্রী সালেহা মমতাজকে মোটর সাইকেল যোগে সাথে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিল। হালসা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জামতলার মোড়ে পৌছালে উক্ত আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র অবস্থায় মটুক মোটর সাইকেলের গতিরোধ করে। মোটর সাইকেল থেকে নামিয়ে পাশের মেহেগুনি বাগানের কাছে নিয়ে গালিগালাজ করতে থাকে। মটুক বিশ্বাস  প্রতিবাদ জানালে কামরুলের হুকুমে মারপিট শুরু করে। চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে এ সময় মটুক বিশ্বাসের  পকেটে থাকা নগদ ৫হাজার ৭শ’ টাকা ১২ হাজার টাকা মূল্যের টার্চ মোবাইল ফোন, বাজাজ মোটর সাইকেল যাহার নং (যশোর হ-১৪-১৫৫২) মোটর সাইকেল আসামীরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী সালেহা মমতাজ চিৎকার দিলে লোকজন ঠেকাতে গেলে আসামীরা সালেহা মমতাজতে হত্যার হুমকী দিয়ে চলে যায়। মটুক বিশ্বাসকে  আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত