Monday, May 20, 2024

বার্সার জয় য়্যুভেন্তাসের মাঠে

- Advertisement -

রোনালদো বিহীন য়্যুভেন্তাসকে ২-০ গোলে হারিয়ে ইতালি থেকে জয় নিয়ে ফিরলো বার্সেলোনা।অন্যদিকে, ঘরের মাঠে লাল কার্ড ও ভি.এ.আরের অভিশাপে হতাশাই সঙ্গী হয়েছে য়্যুভেন্তাসের।লিওনেল মেসির বিপক্ষে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামের লড়াইয়ে শামিল হতে না পারার যন্ত্রণায় পুড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো৷ করোনা টেস্টে ৩ দফায় পজিটিভ ফলাফল ভক্তদেরও করেছে নিরাশ। তবে, সিআরসেভেনের অনুপস্থিতি ক্লাব বার্সেলোনার জন্য স্বস্তিরই। যদিও য়্যুভেন্তাসের মাঠে ম্যাচের শুরুতেই আতোয়াঁ গ্রিজম্যানের বারপোস্ট কাঁপানো শটে স্বস্তির কিছু ছিলোনা।তুরিনের ডি-বক্সে কাতালানদের আধিপত্য। ১৪ মিনিটে ওসমান ডেম্বেলের গোলে আক্রমণ পায় পূর্ণতা।ক্লাব সভাপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে যুদ্ধে জয়ী মেসির জাদুকরী পারফরম্যান্সের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু, জালের ঠিকানা হঠাৎ যেন ভুলে গেছেন আর্জেন্টাইন তারকা।ডি-বক্সে কয়েকজনকে কাটিয়ে তাক লাগানো ড্রিবলে গোল করা ফুটবলারটিই ইদানিং ছন্দের খোঁজে। দলের সেরা খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে তাল মেলাতে ব্যর্থ ডেম্বেলে-গ্রিজম্যানরাও।য়্যুভেন্তাসও যে একেবারে চুপচাপ থেকেছে, তা নয়। কিন্তু, আলভারো মোরাতার ভাগ্য খারাপ। দুই দফা বল জড়িয়েছেন জালে। দু’বারই গোল হয়েছে বাতিল। প্রথমটা হ্যান্ডবল আর দ্বিতীয়টা অফসাইডে।দ্বিতীয়ার্ধেও ভিএআরের চূড়ান্ত প্রহসনের শিকার মোরাতা। গোল বাতিলের হ্যাটট্রিক করে ফেলেন ৫৫ মিনিটে। য়্যুভেন্তাস কোচ পিরলোর ততক্ষণে হতাশায় চুল ছেঁড়ার উপক্রম।প্রযুক্তির আশীর্বাদপুষ্ট রোনাল্ড কোমান শিষ্যরা সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে, ৬২ থেকে ৬৫ মিনিটের মধ্যে মেসি-পেদ্রিদের একাধিক আক্রমণ ঝিমিয়ে পড়ে ডি-বক্সেই। ৭৪ মিনিটে আরও একবার দীর্ঘশ্বাস নিয়ে ফিরতে হয় গ্রিজম্যানকে।বার্সা সুযোগ হারিয়েছে হেলায়। অন্যপ্রান্তে য়্যুভেন্তাসের কোনো কিছুই ঠিক যায়নি। লাল কার্ডে ১০ জনের দল হয়ে যাওয়া দলটির বিপক্ষেই বাজে পেনাল্টির বাঁশি।শেষ মুহূর্তে আনসু ফাতি সহজ সুযোগ হারালে ২-০’র স্কোরলাইন নিয়েই ইতালি ছাড়তে হয় কাতালানদের। মৌসুমে নিজের তিন নম্বর গোলটির দেখাও মেসি পেয়েছেন স্পট কিক থেকে।

অনলাইন ডেস্কঃ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত