Wednesday, May 15, 2024

ব্রাজিলের কিংবদন্তী পেলের ৮০তম জন্মদিনে আজ

- Advertisement -

সর্বকালের সেরা ফুটবলার বলা হয় তাকে। আজ শুক্রবার তার ৮০তম জন্মদিন।১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের দক্ষিণের শহর ত্রেস কোরাকোয়েসে জন্মগ্রহণ করেন পেলে, যার আসল নাম- এদসন আরান্তেস দু নাসসিমেন্তো। সম্প্রতি নানা শারীরিক জটিলতার মুখোমুখি হলেও সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। বলা হচ্ছে ফুটবল গ্রেট পেলের কথা। করোনাভাইরাস মহামারির কারণে ব্রাজিলে নিজ ঘরেই সময় কাটছে তার, জন্মদিনে। কিন্তু আরেকটি মাইফলক ছোঁয়ার পর তা উদযাপন করেছেন অতিপরিচিত হাসিতে।এই সপ্তাহে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মজা করে বলেছিলেন, আমি ভালো আছি কিন্তু আমি এই জন্মদিনে খেলতে পারবো না।ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) জিতেছেন পেলে। তবে জন্মদিন নিয়ে তেমন মাথা ঘামান না ফুটবল সম্রাট, প্রত্যেক বছর তা পালন করেন নীরবে। এবারও তেমন।তবে তার প্রতি শ্রদ্ধা জানাতে ভোলে না দেশবাসী। এবার তার সম্মানে সান্তোস শহরের সাও পাউলো ফুটবল জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে প্রখ্যাত স্ট্রিট আর্টিস্ট কোবরার নকশা করা একটি দেয়াল চিত্র। ১৯৫৫ সালে মাত্র ১৫ বছর বয়সে এই শহরে পেশাদার ক্যারিয়ার শুরু হয় পেলের।কদিন আগে গ্র্যামি জয়ী মেক্সিকান গায়ক রোদ্রিগো ও গাব্রিয়েলার সঙ্গে একটি গান রেকর্ড করেছেন পেলে, যাকে ‘তার ভক্ত ও নিজের জন্য জন্মদিনের উপহার’ উল্লেখ করেছেন। নিজের একটি গোল উদযাপনের ছবি দিয়ে বুধবার ইনস্টাগ্রামে তার পোস্ট ছিল এমন, ব্রাজিল তোমাকে ধন্যবাদ এবং সব ব্রাজিলিয়ানদেরও। এই জার্সি পরে আমি সবসময় খুব সুখী ছিলাম। আমার জন্মদিনে উষ্ণ শুভ কামনার জন্য ধন্যবাদ।সন্ধ্যায় ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। সেখানে বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং কোচরা পেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

অনলাইন ডেস্কঃ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত