Sunday, May 12, 2024

এমপি নিক্সন চৌধুরী যেসব শর্তে জামিন পেলেন

- Advertisement -

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান (নিক্সন) চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (২০ অক্টোবর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।তবে জামিনে থাকার সময়ে তাকে কয়েকটি শর্ত পালন করতে বলেছেন আদালত।

শর্তগুলো হলো:

১. নিক্সন চৌধুরীকে মামলার তদন্তে আইনগত সার্বিক সহযোগিতা করতে হবে।

২. মামলার আলামত নষ্ট করা যাবে না।

৩. নিক্সন চৌধুরী কারও ওপর প্রভাব বিস্তার করতে পারবেন না।

৪. প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করা যাবে না।

আদালতে নিক্সনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক।এর আগে গত ১৮ অক্টোবর নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী আগাম জামিন আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করা হয়। এ শুনানিতে অংশ নিতে সকালে হাইকোর্টে আসেন নিক্সন চৌধুরী।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত ১৫ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন থানায় ওই মামলা করে নির্বাচন কমিশন।গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নিক্সন চৌধুরী ওই আচরণবিধি লঙ্ঘন করেন বলে মামলায় বলা হয়।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত