Tuesday, May 21, 2024

বাঁকড়ায় ভোক্তার সঙ্গে প্রতারণা: জরিমানা ১৩ হাজার টাকা

- Advertisement -

বাজার থেকে পণ্য কিনে যেন কোন ক্রেতা প্রতারণার শিকার না হন এমনকি নিজের অজান্তেও ভোক্তা যেন স্বাস্থ্যঝুঁকির মুখে না পড়েন সেজন্য কয়েক বছর ধরেই বাজার তদারকিতে তৎপর সরকারের বিভিন্ন সংস্থা। এসব বাজার অভিযানে ক্রেতা-বিক্রেতাদের যেমন সচেতন করা হয়, তেমনি ক্রেতার স্বার্থ বিরোধী অপরাধ প্রমাণিত হলে জরিমানাও আদায় করা হয় প্রতারক প্রতিষ্ঠানের কাছ থেকে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর বুধবার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার চৌরাস্তা ও কাঁচা বাজারে অভিযান চালায়। এ সময় পিঁয়াজ, আলু ও চালের আড়তের পাশাপাশি মুদি দোকান, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও ফার্মেসিতে তদারকি করা হয়। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১৩ হাজার টাকা। বাঁকড়া বাজার চৌরাস্তার খান মেডিকেলকে তিন হাজার,নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে তিন হাজার,মারুফা হোটেলকে পাঁচ হাজার,বাঁকড়া কাঁচা বাজারের জনতা ভান্ডারকে এক হাজার ও গাজী ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।অভিযানটি পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

রাতদিন নিউজ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত