Friday, May 17, 2024

স্বর্ণের বাজার দর

- Advertisement -

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বে স্বর্ণের দাম অস্বাভাবিক উত্থান-পতনের মধ্যে রয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী বুধবার (৭ অক্টোবর) ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ৫১ হাজার ৬২৩ টাকা এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ৪৭ হাজার ৩২২ টাকা।এদিকে, সরকার অবৈধ পথে স্বর্ণ আমদানি ঠেকাতে নীতিমালা করেছে। সেই নীতিমালা অনুযায়ী দুই বছরের জন্য ১৯ প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয়। গত কয়েকমাসে দাম বৃদ্ধির পরও চাহিদা বাড়তে থাকায় আমদানির এই নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
জুনে স্বর্ণ আমদানিকারক কোম্পানি ডায়মন্ড ওয়ার্ল্ড ১১ হাজার গ্রাম পাকা সোনা আমদানি করে। পরের চালানে অ্যারোসা গোল্ড ক্রোপ নামে আরেকটি প্রতিষ্ঠান ১৪ হাজার গ্রাম সোনা আমদানি করে। এছাড়া আরো ছয় প্রতিষ্ঠানের করা প্রায় সাড়ে ৫২ কেজি (প্রায় সাড়ে চার হাজার ভরি) সোনা আমদানির আবেদন বিবেচনাধীন।ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন সোনার প্রচুর চাহিদা। বর্তমানে দেশের বাজারের ১৫ থেকে ২০ টন সোনার চাহিদা রয়েছে বলেও জানান তারা।
আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স গত ৫ অক্টোবর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৪ ডলার বৃদ্ধি পেয়ে এক হাজার ৯১৩ ডলারে দাঁড়ায়। ৬ অক্টোবর ৩৭ ডলার কমে দাঁড়ায় এক হাজার ৮৭৬ ডলার। বুধবার (০৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত ১১ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় এক হাজার ৮৮৬ ডলারে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত