Tuesday, May 21, 2024

নিখোঁজের ১৮ দিন পর ভারত থেকে এলো বাংলাদেশির লাশ

- Advertisement -

মাথাভাঙ্গা নদী দিয়ে ভারতে ভেসে যাওয়া বৃদ্ধ ওয়াজেদ আলীর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশের এসআই রাজেন্দ্র কুমার মল্লিক মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। দর্শনা থানা পুলিশের এসআই শরীফুল ইসলাম মরদেহ গ্রহণ করেন।বিএসএফ গেঁদে ক্যাম্পের কমান্ডার এসি নগেন্দ্র নাথ, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল বারেক মোল্লা, চেকপোস্ট কমান্ডার হাবিলদার মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।মৃত ওয়াজেদ আলীর ছেলে মাওলানা রুহুল আমীন বলেন, ২১ সেপ্টেম্বর দুপুরে আমার বাবা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায়। এরপর নদীর স্রোতে মরদেহ ভেসে ভারতের অভ্যন্তরে চলে যায়।বিএসএফ জানায়, ২৮ সেপ্টেম্বর সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী দক্ষিণপাড়াঘাটে মাথাভাঙ্গা নদীতে ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।মৃতের পরিচয় জানার চেষ্টা করে পুলিশ। এরপর বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়।মৃতের পরিচয় জানতে বিভিন্ন থানাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেয়া হয়। সেই ছবির সূত্রে ধরে অবশেষে মরদেহটি শনাক্ত হয়। পরে বিজিবির মাধ্যমে আবেদন করে ১৮ দিন পর মরদেহ বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

অনলাইন  ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত