Monday, May 13, 2024

নীরাকে জয়ী করতে ঐক্যবদ্ধ যশোর জেলা আওয়ামীলীগ

- Advertisement -

বাংলাদেশের মুক্তি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে। আজ তারই উত্তরসুরী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দেশকে বিশ্বের মধ্যে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই যশোরের সদর উপজেলার সত্যিকারের দেশপ্রেমিকরা নৌকাকে মূল্যায়িত করে আওয়ামী লীগ প্রার্থী নূরজাহান ইসলাম নীরাকে চেয়ারম্যানের আসনে বসাবে। আর তাকে জয় করতে  যশোর জেলা আওয়ামীলীগ এখন ঐক্যবদ্ধ। সোমবার ভিন্ন ভিন্ন মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।নৌকাকে বিজয়ী করার লক্ষে সকাল সাড়ে ১১টায় দলের জেলা কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, এ নির্বাচনের ফলাফল আগামী বছরে সদর উপজেলার ১৫টি ইউপি চেয়ারম্যান কোন দলের প্রার্থী হবে তা নির্ভর করে। তাই সর্বশক্তি দিয়ে ভোটযুদ্ধের মাঠে নামার জন্যে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় তৃণমূলের নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। তাদের দাবি, তৃণমূলকে না জানিয়ে এ কমিটি গঠন হয়েছে। তাই শ্রীঘ্রই তাদের নিয়ে তৃণমূলের কমিটি করতে জেলা ও উপজেলার নেতাদের প্রতি আহ্বান জানান তারা।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গণি খান পলাশ, আব্দুল খালেক, গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়াম্যান আব্দুল মান্নান মুন্না, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, হৈবৎপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন নাহার আলমগীর, কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ মাহুমুদ হোসেনসহ ইউনিয়নগুলোর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।অন্যাদিকে, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নৌকার প্রার্থী নূরজাহান ইসলাম নীরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন লাকী এবং সাংগঠনিক সম্পাদক রীনা খান।অপরদিকে, বিকেল লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তেঁতুলতলা বাজারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নৌকার প্রার্থী নূরজাহান ইসলাম নীরা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মৃদুল, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, ইউপি সদস্য মোহন ঘোষ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুহুল কুদ্দুস।সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তরুণলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি আসাদুল হক আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নৌকার প্রার্থী নূরজাহান ইসলাম নীরা, জেলা তরুণলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা খানম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দার রহমান, উপদেষ্টা গোলাম মোস্তফা এবং মোস্তফা বাবু।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত