Monday, May 20, 2024

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

- Advertisement -

কুয়েতের আমির শেখ সবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে, জিপিও’র ভবনের ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ভবনের (১ নম্বর ভবন) ওপরও অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।প্রয়াত আমিরের রূহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার কুয়েতের রাষ্ট্রীয় টিভিতে সাবাহ’র কার্য্লয়ের এক বিবৃতিতে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে।অসুস্থ হয়ে কুয়েতের হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার পর গত জুলাইয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ সাবাহ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আল জাজিরা।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত