Sunday, May 19, 2024

যশোর বড় বাজারের ব্যবসায়ী মুন্না হত্যা মামলায় চার্জশিট

- Advertisement -

যশোরের বড়বাজারের মাছ বাজারে ব্যবসায়ী শেখ ইমরান হোসেন মুন্না হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত আসামিরা হলো শহরের ঘোপ হলুদ মিলের পাশের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম পলাশ, লোন অফিস পাড়া বস্তির মৃত দুলালের ছেলে শিমুল, লোন অফিস পাড়ার  আলমাসের ছেলে রাকিব ও বড়বাজার কাঠেরপোল এলাকার হাসিনার বাড়ির ভাড়াটিয়া রনির ছেলে ছোট হৃদয়।
মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, ইমরান হোসেন মুন্না বড়বাজারে তার চাচা রেজু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতো। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মুন্না বাজারের আদমের চায়ের দোকানে চায়ের কথা বলে তিন রাস্তার মোড়ে অবস্থান করছিল। সে সময় পূর্ব শত্রুতার জেরে আসামিরা মুন্নার উপর হামলা চালয়। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে মুন্নাকে মারাত্মক জখম করে। মুন্নার চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের চাচা শেখ রেজাউল ইসলাম রেজু চারজনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত