Thursday, May 16, 2024

মেডিকেলে না পড়েই ডাক্তার সেজে যশোরে তিন প্রতিষ্ঠানে রোগী দেখছেন হাবিবুর

- Advertisement -

রোগীদের সাথে প্রতারণা করছেন হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত এমবিবিএস ডাক্তার পরিচয়ে রোগী দেখছেন শহরের গাড়িখানা রোডের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখেন ঝিকরগাছার রেলব্রিজ সংলগ্ন তনয় মেডিকেল সেন্টারে। শনি, সোম ও বৃহস্পতিবার রোগী দেখেন শানতলা এলাকার একটি ওষুধের দোকানে। নিজেকে বড় ডাক্তার দাবি করে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনছেন ভুয়া এই ডাক্তার। এর বাইরে কয়েকটি ফার্মেসিতে গড়েছেন আস্তানা। দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটকের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।সূত্র জানায়, প্রতিদিন বিকেলে ঝিকরগাছা ও শানতলা এলাকায় রোগী দেখার পর গাড়িখানায় পরীক্ষা-নিরীক্ষা করার জন্যে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছেন। এ সকল টেস্টের জন্যে রোগীকে খরচ করতে হচ্ছে ছয়-সাত হাজার টাকা। এমনকি সামান্য পেটে ব্যথা হলেও অ্যাপেন্ডিসাইটিসের ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কমপক্ষে পাঁচ-ছয় হাজার টাকা।২ জুলাই শহরের মুড়লি এলাকা থেকে শাহিনা বেগম (৪১) নামে এক রোগী গাড়িখানায় আসেন কথিত ডাক্তার হাবিবুর রহমানের চেম্বারে পেটে ব্যথার সমস্যা নিয়ে। ডাক্তার রোগীর ব্যবস্থাপত্রে ১৬ টি টেস্টের নাম লিখে দেন। রোগীকে জানানো হয় তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। দ্রæত টেস্টগুলো করাতে হবে। ওই রোগী সরল মনে ওই প্রতিষ্ঠান থেকে সাত হাজার টাকা দিয়ে টেস্ট করান। পরের দিন শাহিনা বেগম যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে জানতে পারেন তার অ্যাপেন্ডিসাইটিস হয়নি। রোগীর গ্যাসের সমস্যা। আর ডাক্তারের প্যাডে যে ১৬ টি টেস্ট লিখে দিয়েছেন এ রোগের জন্যে তার টেস্ট করানোর কোনো দরকার নেই। এমনকি পাঁচশ’ টাকা ভিজিট দিয়ে যে ডাক্তার দেখিয়েছেন তিনিও ভুয়া। পরে ক্ষমতাসীন দলের এক নেতাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে রোগীর সব টাকা ফেরত দিতে বাধ্য হন। একাধিক সূত্রের দাবি, গোছালো অফিস ছাড়া বসেন না তিনি। ফি নেন দু’ থেকে পাঁচশ’ টাকা। আর সত্যিকারের ডাক্তারের মতো ভাব রেখে সপ্তাহে দু’দিন থেকে তিনদিন করে সময় দেন ক্লিনিকও প্রাইভেট হাসপাতালে। সাইনবোর্ডে তিনি লিখেছেন মেডিসিন, শিশু, অ্যাজমা, বাত-ব্যথা, গ্যাস্ট্রোলিভার, চর্ম-যৌন ও ডায়াবেটিসে অভিজ্ঞ। ডিগ্রি লিখেছেন ডি.এম.এফ, ডি.এম.এ ও এম.এস.সি। বহুল আলোচিত কথিত এই এমবিবিএস ডাক্তার হাবিবুর রহমান রোগীদের সাথে প্রতারণা করেই যাচ্ছেন। এমবিবিএস না হয়েও ভুয়া প্যাড বানিয়ে ডাক্তার লিখে রোগী দেখছেন এই প্রতারক। কথিত ডাক্তার হাবিবুর রহমানকে রোগী সেজে ফোন করলে জানান, তিনি ঝিকরগাছায় রোগী দেখছেন। সব থেকে ভালো চিকিৎসা হবে দুপুর দুটোর আগে যশোর শহরের গাড়িখানা চেম্বারে গেলে। কেননা, সেখানে সকল রোগের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। তিনি কোন মেডিকেল কলেজ থেকে পাস করেছেন জানতে চাইলে তার কোনো উত্তর দিতে পারেনি।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত