Wednesday, May 15, 2024

যশোরে স্বাস্থ্যবিভাগের অভিযানে মিড পয়েন্ট ডায়গনস্টিক সেন্টার বন্ধ

- Advertisement -

যশোরের বহুল বিতর্কিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মিড পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যবিভাগ এটি করেছে। সিভিল সার্জন শেখ আবু শাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযান চলাকালে মিড পয়েন্ট কর্তৃপক্ষ অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ক্লিনিকে কোনো চিকিৎসকতো দূরের কথা, নিবন্ধিত কোনো সেবিকা পর্যন্ত নেই। নোংরা প্যাথলজি কক্ষে টেকনোলজিস্ট হিসেবে যিনি রয়েছেন, তারও কোনো অ্যাকাডেমিক স্বীকৃতি নেই। অথচ, তিনি দিব্যি রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদান করছেন। অভিযানে ভুয়া কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়।এ সকল প্রতিষ্ঠানের দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন রোগীরা। সরকার স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেওয়ার পর থেকেই যশোরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকিতে স্বাস্থ্যবিভাগ নড়েচড়ে বসে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাসহ বন্ধ করে দেয় অবৈধ এসব প্রতিষ্ঠান। তথাকথিত এসব প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবার নামে গ্রামের হতদরিদ্র মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের অর্থ। সিভিল সার্জন জানান, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতাল পরিচালনা করতে গেলে বিধি মোতাবেক ৩৬ ধরনের চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতির প্রয়োজন। তিন-চারটি ছাড়া বলতে গেলে এসবের কিছুই নেই মিডপয়েন্টের। অনুমোদনহীন এমন প্রতিষ্ঠান বন্ধে স্বাস্থ্যবিভাগের অভিযান চলমান থাকবে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান চলতে দেওয়া হবেনা। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর পার্থপ্রতীম লাহিড়ি ও সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত