Tuesday, May 14, 2024

যশোরে ক্রমশ বাড়ছে করোনার প্রভাব, শনিবার ৯৯ জন শনাক্ত

- Advertisement -

যশোরে ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব। কিছুতেই নিয়ন্ত্রনে রাখতে পারছেনা স্বাস্থ্য বিভাগ।সাধারণ মানুষের মধ্যেও অসচেতনতা জেঁকে বসেছে। মাস্ক পরা ভুলেই গেছে অনেকে। সামাজিক দূরত্বের বালায় নেই এখন যশোরে। আর এসব কারণেই প্রতিনিয়ত যশোরে বাড়ছে করোনা সংক্রমণের হার এমন টায় দাবি সবার ।তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের আরো সজাগ হবার দাবি সচেতনমহলের।

গত বৃহস্পতিবার ও শুক্রবার যশোরে শনাক্ত হয়েছিলেন ১শ’৪৪ জন। আর শনিবারে শনাক্ত হয়েছে ৯৯ জন। যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। যশোরে আক্রান্ত ৯৯ জনের মধ্যে যশোর সদরের রয়েছেন ৪৯জন। এ ছাড়া কেশবপুরের ১৩, ঝিকরগাছার ১২, মণিরামপুরের ৯, শার্শার ৬, অভয়নগরের ৫ ও চৌগাছার রয়েছে ৫জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি।তিনি আরো জানান, যবিপ্রবি থেকে আসা ১শ’৮৫ নমুনার মধ্যে ৭৬ জন ও খুলনা মেডিকেল থেকে আসা ৪৪ নমুনার মধ্যে ২৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে যশোরে মোট শনাক্ত হয়েছেন ২৭শ’৬২ জন।মৃত্যু হয়েছে ৩৬ জনের ও সুস্থ হয়েছেন ১৬শ’৩২জন। শনাক্তদের বাড়ি লকডাউনের কার্যক্রম চলছে বলে তিনি জানান।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত