Friday, May 17, 2024

নাভারন থেকে প্রাইভেটকার ছিনতাই মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট

যশোরের নাভারনের প্রাইভেট কার ছিনতাই মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন। অভিযুক্ত আসামিরা হলেন, বেনাপোলের রঘুনাথপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আলামিন হোসনে, যশোর সদরের নিমতলি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে টুটুল হোসেন, ভগবতিতলা গ্রামের মশিয়ার রহমানের ছেলে রাব্বিল আলামিন হোসেন ও সাতক্ষীরার সদরের লাবশা গ্রামেরমৃত আক্তার হোসেনের ছেলে শেখ রাজিব হোসেন। চার্জশিট অভিযুক্ত রাজিবকে পলাতক দেখানো হয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ মার্চ শার্শার সাতক্ষীরা মোড় থেকে প্রাইভেট কার চালক মুক্তারুল ইসলামকে অপরিচিত একজন ভাড়া নিয়ে যশোরে আসে। এরপর যশোর মণিহার এলাকা থেকে সে অপরিচিত দুইজনকে উঠিয়ে রূপদিয়া নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে মুনসেফপুর নিয়ে চালক মুক্তারুলের হাত-পা বেধে ও মুখে আটকে পান বরজের মধ্যে ফেলে রেখে প্রাইভেট কার নিয়ে চলে। এ ব্যাপারে প্রাইভেট কারের মলিক শার্শার নাভারন গ্রামের শফিয়ার রহমান অপরিচিত ব্যক্তিদের আসামি করে শার্শা থানায় মামলা করেন। তদন্ত সূত্রে জানা গেছে, আলামিন হোসেন সাতক্ষীরায় পড়ে। আসামি রাজিব তাকে প্রাইভেট কার ছিনতাই করে আনতে বলে। এরপর আলামিন হোসেন তার দুই বন্ধুর সাথে পরামর্শ করে ওই প্রাইভেট কার ছিনতাই করেছিল। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এ মামলার তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের যাচায় বাছাই করে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত