Friday, May 17, 2024

বৃহস্পতিবার যশোরে ডাক্তার,পুলিশ সদস্য,কারারক্ষী সহ সদরে আক্রান্ত হলেন যারা

- Advertisement -

যশোরে বৃহস্পতিবার ২৯ জন আক্রান্তের মধ্যে সদরের রয়েছেন ২৮ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ডাক্তার, পুলিশ সদস্য, কারারক্ষী, ব্যাংক কর্মকর্তা, ব্যাবসায়ী সহ নানা পেশার মানুষ। যশোর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক  ও চর্মরোগ বিশেষজ্ঞ  ডাক্তার রবিউল ইসলাম, যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আব্দুল গফুর। এছাড়া ঘোপ সেন্ট্রাল রোডের হামিদুল(১২) ও তারিকুল নামে (৬৫) দুইজন আক্রান্ত হয়েছেন। কিন্তু তাদের অবস্থান শনাক্ত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ।৪ নং ওয়ার্ড কাজীপাড়া আমতলা এলাকার ৭৫ বছর বয়সী স্বামী ও ৬৫ বছরের স্ত্রী আক্রান্ত হয়েছেন। টালী খোলা এলাকার একজন ট্রাফিক পুলিশ ও সাইফুল ইসলাম নামের এক ট্রাফিক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।  ৫৬ বছরের ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকায় সোনালী ব্যাংকে চাকরি করেন।মিশনপাড়ায় মহিলা ডেন্টিস্টের মা আক্রান্ত হয়েছেন। এ এলাকায় একই পরিবারের মা(৩০) ও মেয়ে (১২) আক্রান্ত হয়েছেন। গত ৭ জুলাই এই পরিবারের কর্তা করোনায় আত্রান্ত হন।  চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকার একরাম নামের একজন আক্রান্ত হয়েছেন। তিনি যশোরে পুলিশ সুপারের কার্যালয়ের কর্মরত। ৬ নং ওয়ার্ডের ষষ্টিতলা বিপি রোডে স্বামী(৭৫) ও স্ত্রী(৬৫) আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ির পাশেই ৫০ বছর বয়সী একনারী আক্রান্ত হয়েছেন। তিনি গাইনী ডাক্তার ইলা মন্ডলের সহকারী। ৯ নং ওয়ার্ডে  বনানী পাড়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এক ব্যক্তির মা ও ছেলেও আক্রান্ত হয়েছেন। এছাড়া সদরে আলামিন হোসেন নামের একজন আক্রান্ত হয়েছেন। কিন্তু তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।  ফতেপুর ইউনিয়নের ৫৬ বছর বয়সী পুরুষ ও লেবুতলা ইউনিয়নের ৪৫ বছরের একজন পুরুষ। তারা দুজনই স্বাস্থ্য বিভাগে কর্মরত।নওয়াপাড়া ইউনিয়নের ২৮ বছরের পুরুষ, আরবপুর ইউনয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের ৪৬ বছরের পুরুষ। তিনি ডাক্তার ইয়াকুব আলীর ড্রাইভার। নরেন্দ্রপুর ইউনয়নের ৪৩ বছরের নার্স, কচুয়া ইউনিয়নের ১৮ বছরের ছাত্রী ও হৈবতপুর ইউনয়নের ৩২ বছর বয়সী স্বাস্ত্যকর্মী করোনায় আক্রান্ত হন। বিষযটি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের ডাক্তার নাসিম ফেরদৌস।এ নিয়ে যশোরে আক্রান্ত হয়েছেন ৮শ’২৯জন। সুস্থ্য হয়েছেন ৩৭৩জন ও মৃত্যবরণ করেছেন ১৪ জন।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত