Thursday, May 16, 2024

সাজিয়ালীতে জমি নিয়ে বিরোধে চারজন জখমের ঘটনায় মামলা

জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক পরিবারের স্বামী স্ত্রী ও ছেলে এবং প্রতিবেশী এক গৃহবধূকে জখম করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ এজাহার নামীয় আসামী রাকিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামে। আসামীরা হচ্ছে,সদর উপজেলার সাজিয়ালী গ্রামের আনিছুজ্জামান বাবলুর ছেলে রাকিব হোসেন, আনিছুজ্জামান বাবলুর স্ত্রী মোছা রওশনারা বেগম ও মেয়ে মৌসুমী আক্তার টপি।
ওই গ্রামের মৃত বিলায়েত আলী বিশ্বাসের ছেলে তোতা মিয়া বিশ্বাস মঙ্গলবার ৭ জুলাই সকালে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেন,আসামীদের সাথে তার ও পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ৫ জুলাই সকালে আসামীরা ৫জন কৃষান (লিবার ) নিয়ে তোতা বিশ্বাসের বাড়ির উঠান থেকে মাটি কেটে যাচ্ছিল। তোতা মিয়া বিশ্বাস আমবটতলা বাজার থেকে বাড়িতে ফেরার সময় উক্ত মাটি কাটা দেখে প্রতিবাদ জানায়। এ সময় রওশনারা বেগম তোতা মিয়া বিশ্বাসের বুকের ডান পাশে কাপড় দেয়। তোতা  রওশনারা বেগমকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রাকিব হোসেন হাতে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।এতে তোতা মিয়া বিশ্বাসের মাথায় লেগে ফেটে ১৪ টি সেলাই লাগে। তোতা মিয়া বিশ^াসের চিৎকারে ছেলে তুষার (২৭) ও স্ত্রী নুর জাহান ও প্রতিবেশী রুস্তম আলীর স্ত্রী ছবেদা (৪০) ঠেকাতে এলে তাদেরকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত চলে যাওয়ার সময় প্রাণ নাশের হুমকী দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন তোতা মিয়ার বিশ^াস,ছেলে তুষার,স্ত্রী নুর জাহান ও প্রতিবেশী ছবেদাকে উদ্ধার করে ইজিবাইক যোগে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় মামলা হওয়ার পুলিশ রাকিব হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে রাকিব হোসেনকে আদালতে সোপর্দ করে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত