Sunday, May 19, 2024

রোববার যশোরে করোনা পরীক্ষার রিপোর্ট আসেনি, নমুনা গেছে খুলনায়

- Advertisement -

এই প্রথম রোববার ৫ জুলাই যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের কথা জানাতে পারেনি যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের জেনোম সেন্টার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে নমুনা পরীক্ষার কোন রিপোর্ট না আসায় পাঠানো নমুনার নেগেটিভ কিংবা পজিটিভ কোন খবর দিতে পারেনি। তবে শনিবার ও রোববার করোনায় আক্রান্ত ২জন রোগী মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরা হচ্ছে,যশোর শহরের বেজপাড়া এলাকার তাপস সাহা (৫২) ও শার্শা উপজেলা এলাকার আমজাদ হোসেন (৬০)। তাপস সাহার নমুনা নেওয়া হয়েছিল ১ জুলাই তিনি রোববার ৫ জুলাই মারা গেছে। অপরদিকে, আমজাদ হোসেনের নমুনা সংগ্রহ করা হয় ২৯ জুন তিনি মারা যান শনিবার ৪ জুলাই। এই দু’জন মৃত্যু নিয়ে যশোর জেলা স্বাস্থ্য বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,রোববার ৫ জুলাই যশোর জেলার বাঘারপাড়া উপজেলা বাদে অন্যান্য উপজেলা থেকে ১৭২ টি নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলা থেকে ২৯টি,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ৮২টি,শার্শায় ৯টি,চৌগাছায় ৪টি,মণিরামপুর ৯,কেশবপুর ৭টি, ঝিকরগাছায় ১২ ও অভয়নগর উপজেলায় ২০টি। এরআগে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার  নমুনা সংগ্রহ কন্ধ থাকায় এ তিনদিনও যশোরের নমুনাগুলো খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ২শ’৭৯, শুক্রবার ৫৭ ও শনিবার ১শ’৩৪ সহ তিনদিনে ৪শ’৭০ নমুনা গেছে খুলনাতে। এ নমুনাগুলোর মধ্যে মাত্র চারটি ফলাফল এসেছে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত