Friday, May 17, 2024

যশোরে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদাদাবী, টাকা না পেয়ে স্ত্রীর শ্লীলতাহানী!

- Advertisement -

সদর উপজেলার লাউখালী বাওড়ে মৎসচাষীদের কাছে টাকা দাবি করে এক মৎসজীবীকে হুমকী, টাকা না পেয়ে স্ত্রীকে লাঞ্চিত ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামীরা হচ্ছে,ভাগলপুর গ্রামের মীর ব্লু এর ছেলে লাভলু, আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক,মৃত মদন দফাদারের ছেলে হারুন,মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে ওবায়দুল, অজিত ব্যাপারীর ছেলে নজরুল ইসলাম, মৃত পরশউল্লাহর ছেলে মশিয়ার রহমান ,নাটুয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল মতিন মন্ডল,একই গ্রামের দলিল উদ্দিন দফাদারের ছেলে লিটন সহ অজ্ঞনতামা ৭/৮জন।
১নং হৈবতপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের ছবেদ আলী মন্ডলের ছেলে মকবুল হোসেন শুক্রবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বাদী সহ একই গ্রামের কালাম, বিল্লাল, আকরাম, মোজাহার ও কাশেম লাউখালী বাওড় সরকারের সকল নিয়ম মোতাবেক লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। উক্ত আসামীরা প্রায় সময় তাদেরকে উক্ত বাওড়ের মাছ বিক্রিত টাকার ভাগ চায়। ভাগ দিতে তিনি অপারগতা প্রকাশ করে। গত ১৪ জুন বিকেল ৫ টায় মকবুল হোসেন ভাগলপুর গ্রামস্থ নিজ বাড়ির উঠানে অবস্থান কালে লাভলুর হুকুমে উক্ত আসামীরা তার কাছে বাওড়ের মাছ বিক্রির টাকার ভাগ চেয়ে না পেয়ে বাদীর উপর হামলা করে। স্বামীকে উদ্ধার করতে মকবুল হোসেনের স্ত্রী তাসলিমা এগিয়ে আসলে তাকে মারপিটসহ শ্লিলতাহানীসহ গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত