Friday, May 17, 2024

কেশবপুর আসনের স্থগিত উপ-নির্বাচন ১৪ জুলাই

- Advertisement -

কেশবপুর সংসদীয় আসনের উপ নির্বাচন-২০ আগামী ১৪জুলাই অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সচিবলায় জানিয়েছন। কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যু তে এ আসন শুন্য ঘোষনা হলে গত ২৯মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠানের পূর্বে গত ২১মার্চ করোনাভাইরাসের কারনে স্থগিত ঘোষনা করা হয়। শনিবার নির্বাচন কমিশোনে বিকেল ৩টাই সভা শেষে আগামী ১৪ জুলাই কেশবপুর আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কেশবপুর আসনের আওয়ামীলীগের প্রার্থী শাহিন চাকলাদারের প্রতিনিধি কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম এখবর নিশ্চত করেন। এদিকে,  সংসদীয় আসনের নির্বাচন দ্রুত সম্পন্নের দাবি করে স্থানীয় সুশীল সমাজ ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শনিবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তারা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারের নিকট দ্রুত নির্বাচনের দাবি করেন। উল্লেখ্য,   ২০২০ সালের ২১ জানুয়ারী যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে সংসদীয় এলাকাটি অভিভাবক শূন্য হয়ে যায়। গত ১৬ ফেব্রুয়ারী যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারীর মধ্যে মনোনয়ন পত্র জমাদেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদার, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান। ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে ঠিক সেই সময় করোনা ভাইরাস মহামারি আকার ধারন করার কারণে ২১ মার্চ নির্বাচন কমিশন  উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন। উল্লেখ্য, কেশবপুর আসনের ২ লক্ষ ৩ হাজার ১৮ জন ভোটার ১ টি পৌরসভা ও ১১ ইউনিয়নে ৭৯ টি ভোট কেন্দ্র ও ৩৭৪ টি বুথ প্রস্তুত রয়েছে ।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত