Tuesday, May 21, 2024

পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

- Advertisement -

পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।শারীরিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। ফলে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পাটকল বন্ধ না করে ১২শ’ কোটি টাকা দিয়ে আধুনিকায়ন করার দাবি জানান তারা।বক্তারা আরো বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। মানববন্ধনে সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, হাফিজুর রহমান, সমীরণ বিশ্বাস ও তাইজেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়া একই দাবিতে বেলা ১২টার দিকে শহরের ভোলাট্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা শাখা। মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত